প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২২, ৬:৩০ অপরাহ্ণ
সুজানগরে সয়াবিন তেল মজুত করায় ঘোষ স্টোর কে ১ লাখ টাকা জরিমানা

সুজানগর (পাবনা) প্রতিনিধি : সুজানগরে অবৈধ ভাবে সয়াবিন তেল মজুমদার ঘোস স্টোরের মালিক দুলাল ঘোস কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর পৌর শহরের (সিনেমা হল) সংলগ্ন ঘোস স্টোরে অবৈধভাবে সয়াবিন তেল মজুম করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতা বলে জেলা প্রশাসক পাবনা কার্যালয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জহিরুল ইসলামের নেতৃত্বে সুজানগর উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
অভিযানে সুজানগর বাজারে ঘোষ স্টোর নামক প্রতিষ্ঠানের গুদাম থেকে ১ হাজার ৪শ ৩৫ লিটার খোলা সয়াবিন তেল, ও ১ হাজার ৭ শ ২ লিটার বোতলজাত সয়াবিন তেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। পবিত্র ইদ-উল-ফিতরের পূর্বে ক্রয়কৃত এসব তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেন। এসব তেল বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে এসব তেল অবৈধভাবে মজুদ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এঁর ধারা ৪০ ও ৪৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বোতলজাতকৃত ১ হাজার ৭শ ২ লিটার তেল ভোক্তাদের মধ্যে ন্যায্য মূলে বিক্রি করা হয়।এ অভিযানে সুজানগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মির্জা ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আইন শৃঙ্খলা রক্ষায় সুজানগর থানা পুলিশ সহযোগিতা করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.