সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনা: সুজানগরে খন্দকার আব্দুল বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকিয়ান গোরস্থান থেকে মানিক হাট পর্যস্ত পাকা সড়কের মেরামত, ভিটবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বোনকোলা রাঘুব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ও বোনকোলা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের কাজের উদ্বোধন করেন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্যদেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন,নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যাপক আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.