
সিরাজগঞ্জ শহর বিএনপির উদ্যোগে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি ; সিরাজগঞ্জ শহর বিএনপির উদ্যোগে ৪,৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে পৌর এলাকার সয়াধানগড়া মধ্য পাড়া ঈদগাঁ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহফুজার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মকবুল হোসেন চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু সাইদ সুইট, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার। এসময় শহর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূইয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল- আমিন খান,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এসএম আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজসহ শহর বিএনপির ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে ৪,৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন প্লেকার্ডসহ
তাদের কর্মী সমর্থক নিয়ে খন্ড খন্ড মিছিল করে সভাস্থলে উপস্থিত হন।
৬ বার ভিউ হয়েছে