
সিরাজগঞ্জে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৭ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় শহরের বানিয়াপট্টি সনি কমিউনিটি সেন্টারে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশিদ, ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে ও এটিএন বাংলা এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসানের পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এইচ,এম,মোকাদ্দেস। এছাড়া আরোও বক্তব্য রাখেন, দৈনিক আলোকিত বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এস.এম তফিজ উদ্দিন,দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, চ্যানেল ২৪’র স্টাফ রিপোর্টার হীরক গুন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন। এসময় আরোও উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম,দৈনিক আজকালের খবর পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম,এন টিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী,ডেইলি ইন্ডাস্ট্রির স্টাফ রিপোর্টার শিফাত আহমেদ খান,ডেইলি ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌড়, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশির, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ, দৈনিক বাংলার নবকন্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি টিএমএ হাসান, দৈনিক আমাদের কন্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি রেজাউল করিম খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।