
সিরাজগঞ্জে পৃথক বজ্রপাতে দুইজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গত দুইদিনে পৃথক বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন নারী অপরজন পুরুষ। নিহতরা হলেন, কামারখন্দ ও তাড়াশ উপজেলার বাসিন্দা। রোববার (৩১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে বজ্রপাতে মতিউর মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত ওয়াহাব মন্ডলের ছেলে। রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিউলি বেগম বলেন, দুপুরে বৃদ্ধ মতিউর গরু নিয়ে মাঠে যান। বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ী ফিরছিলেন তিনি। এসময় মাঠেই তার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। অপরদিকে শনিবার দুপুরে তাড়াশে ওষুধ কিনে ফেরার পথে বজ্রপাতে জামিলা খাতুন (৬০) নামের আরেক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের খাজেম আলীর স্ত্রী। তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করে বলেন, জমিলা খাতুন দুপুরে পাশের গ্রাম্য ডাক্তারের বাড়ী থেকে ঔষধ নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটলে তিনি রাস্তার মধ্যেই মারা যান। পরবর্তীতে বজ্রপাতে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন জামিলার লাশ বাড়িতে নিয়ে যায়। তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নূরে আলম জানান, খবর পেয়ে আমি নিজে টিমসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। পরবর্তীতে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
৭ বার ভিউ হয়েছে