শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সিরাজগঞ্জে  নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

সিরাজগঞ্জে  নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

 সিরাজগঞ্জ প্রতিনিধি  : দেশব্যাপী বিএনপি ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শননিবার (১৪  মে) সকাল ১১টার দিকে শহরের ইবি রোডে ভাসানী মিলনায়তনের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির   তথ্য ও প্রকাশনা  বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনেির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক  ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন,  সাংগঠনিক সম্পাদক  আবু সাইদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম আনোয়ার হোসেন রাজেশ প্রমূখ।

 সমাবেশে বক্তারা সারাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে  অবৈধ উপায়ে বিদেশে অর্থ পাচার এবং বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।

এসময় প্রতিবাদ সমাবেশে জেলা  বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS