সোমবার- ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সিরাজগঞ্জে  জমি নিয়ে বিরোধে হামলা ও মারপিটে নারী শিশুসহ আহত- ৩ 

সিরাজগঞ্জে  জমি নিয়ে বিরোধে হামলা ও মারপিটে নারী শিশুসহ আহত- ৩ 

সিরাজগঞ্জ প্রতিনিধি  : সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙ্গালাগাতী গ্রামে জমিজমা সংক্রান্ত  বিরোধের জের ধরে  বাড়িতে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৩জন আহত হয়েছে।   সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাযায়, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙ্গালাগাতী  পূর্ব পাড়া গ্রামের শামসুল হক এর সাথে প্রতিবেশী আঃ সালাম,  আঃ সাত্তার ও আঃ মালেকগংদের  দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত  বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।  এর জের ধরে  সোমবার (২৫ জুলাই)  দুপুরে  শামসুল হক এর বাড়িতে আঃ সালাম, ও  মালেকগংদের লোকজন অতর্কিত  হামলা চালায়।  এসময় তাদের  মারপিটে শামসুল হকের স্ত্রী জামেলা বেগম (৫৫) তার ছেলের বউ ফাতেমা খাতুন (২২)  ও তার  শিশু ছেলে মাহিম (৮ মাস)  আহত হয়। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এসে উদ্ধার করে।
এবিষয়ে শামসুল হকের  ছেলের বউ ফাতেমা খাতুন (২২)  জানান, প্রতিবেশী আঃ সালাম,  আঃ সাত্তার ও আঃ মালেকগংদের  সাথে দীর্ঘদিন যাবত  জমিজমা সংক্রান্ত  বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।  এর ঘটনার   জের ধরে সোমবার দুপুরে  বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে প্রতিপক্ষ সালাম,  আঃ সাত্তার ও আঃ মালেকগং এর  রায়হান (১৮), পিতা মোহাম্মদ, মনিরুল (২২) পিতা আঃ খালেক, নুর আলম (৩৫) পিতা আঃ মালেক, নূর আমিন (৩৬) পিতা আঃ সালাম,  মনোয়ারা ৪৫) স্বামী আঃ খালেকসহ তাদের সন্ত্রাসী বাহিনী  বাড়িতে প্রবেশ করে অতর্কিতভাবে  হামলা চালিয়ে গোয়াল ঘর থেকে গরু  নিতে আসে। এসময়  বাধা দিতে গেলে তারা আমাদের উপর লাঠিসোটা দিয়ে  বেধড়ক মারপিট করে। তাদের মারপিটে আমি ও আমার শ্বাশুড়ি  গুরতর জখম হয়েছি এবং তাদের হাত থেকে আমার আট মাসের শিশু বাচ্চাও রেহাই পাইনি এঘটনায় আমরা যেন আইনের আশ্রয় না নিতে পারি এজন্য  হামলাকারীরা  আমাদের বাড়ি ঘিরে রেখেছে।  আমরা এখন চরম নিরপত্তাহীনতায়  ভূগচ্ছি। এবিষয়ে প্রতি পক্ষের আঃ মালেক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  আমরা সকালে সিরাজগঞ্জ কোর্টে  শামসুল হকের দায়ের করা সাত ধারা মামলায় হাজিরা দিয়ে  বাড়িতে ফেরার পথে শামসুল হকের ভাড়া করা সন্ত্রাসী বাহিনী আমাদের উপর  হামলা করে। এখবর পেয়ে আমার বাড়ির লোকজন ওই বাড়িতে গিয়ে এঘটনা ঘটিয়েছে।  এটা দুঃখজনক। তবে এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS