সিরাজগঞ্জ প্রতিনিধি ; শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে,সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে, এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিরাজগঞ্জ জেলা সংসদের পঞ্চদশ সম্মেলন ।
শুক্রবার সকালে শহরের ২নং খলিফাপট্টিস্থ সিরাজগঞ্জ উদীচী জেলা সংসদ কার্যলয়ের তপুদা মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সম্মেলনের শুভ উদ্ধোধন করা হয়। সম্মেলন উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
উদীচীর সিরাজগঞ্জ জেলা সংসদের সভাপতি সাইফুল ইসলাম সফির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,উদ্ধোধক কামারখন্দ উপজেলার চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ, সংগঠনের উপদেষ্ঠা সিরাজগঞ্জ কমিউনিষ্ট পার্টি সভাপতি ইসমাইল হোসেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, উদীচীর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বিমল মজুমদার কেন্দ্রীয় কমিটির শিখা সেন গুপ্তা , বেনজির আহম্মেদ রিয়া, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর, ইমরান মুরাদ সহ নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক হীরক গুণ। এসময় উদীচীর সদস্যসহ বিভিন্নি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচএম মোকাদ্দেস
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.