বৃহস্পতিবার- ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সিংড়ায় ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিংড়ায় ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসাহাক আলী, নাটোর, ২৮ জুলাই- নাটোরের সিংড়ায় চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গত রাতে সিংড়া উপজেলার কলেজপাড়া এলাকা থেকে ২ হাজার ৮৫০ লিটার চোলাই মদসহ তাদের গ্রেফতার করা হয়।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, সিংড়া কলেজপাড়ার মৃত মিছরী লাল এর ছেলে শ্রী বিহারী লাল (৫০) ও শ্রী সুকান্ত, মৃত সুকুমারের ছেলে শ্রী সুব্রত কুমার দাস (৩৫), মৃত মন্টু’র ছেলে শ্রী গুরুদেব (২৬), সরকারপাড়া মহল্লার হযরত আলী মন্ডলের ছেলে মোঃ নরুন্নবী (৫০) ও একই মহল্লার মৃত বয়তুল্লাহ’র ছেলে মোঃ শামীম (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২ এর একটি অপারেশন দল বুধবার রাতে উপজেলার পৌর শহরের কলেজপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ২ হাজার ৮৫০ লিটার চোলাই মদসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা স্থানীয়দের উপস্থিতিতে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে। পরে জব্দ করা চোলাইমদ ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন,  আটককৃতদেরকে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

#

২০ বার ভিউ হয়েছে
0Shares