রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা

সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ,বাগেরহাটঃ সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলায় মোট ৩ হাজার ৮৬০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ৩ হাজার ৭৬৬ জন। এতে অনুপস্থিত ছিল ৯৪ জন পরীক্ষার্থী।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ। তিনি মোরেলগঞ্জ এ.সি. লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, রওশন আরা বালিকা বিদ্যালয়, আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়  পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয় এবং দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বহুমুখী বিদ্যালয়সহ একাধিক কেন্দ্র ঘুরে দেখেন।
পরীক্ষাকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ইউএনও মোঃ হাবিবুল্লাহ জানান, “পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্র সচিব ,হল সুপার এবং ট্যাগ অফিসারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে যাতে কোনো অনিয়মের ঘটনা না ঘটে।”
সরেজমিন ঘুরে দেখা গেছে,  এসএসসি সাধারণ শাখায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৩০২ জন, এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ২৬৮ জন এবং অনুপস্থিত ছিল ৩৪ জন।  দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৩২৯ জন, অংশ নেয় ১ হাজার ২৭১ জন এবং অনুপস্থিত ছিল ৫৮ জন। কারিগরি (ভোকেশনাল) শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ২২৯ জন, যেখানে ২ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের কিছু অভিভাবকদের কাছে জানতে চাইলে তারা বলেন, ২০২৫ সালে অনুষ্ঠিত ,পরীক্ষার প্রথম দিনের পরিবেশ ছিল সম্পূর্ণ  অনুকূলে ও শান্তিপূর্ণভাবে এসময় তারা আশা প্রকাশ করেন, বাকি সকল  পরীক্ষাগুলোতেও একই পরিবেশ বজায় থাকবে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS