মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল দশটার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র শহরের বোস পাড়াস্থ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, এম. এ. কে খায়রুল বাশার,সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, রোমানা আহম্মেদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি রায়হানুল কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন নেছা নয়ন প্রমুখ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, নেতা-কর্মীদের গুম-খুনের মাধ্যমে সরকার বিএনপি’র আন্দোলনকে স্তব্ধ করতে চায়। সরকারের সেই আশা কখনই পূরণ হবেনা। পৌর বিএনপি‘র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। আলোচনা শেষে গত ৩ দিন আগে মৃত্যু বরণ করা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর জন্য দোয়া কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.