প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২২, ১:৫২ অপরাহ্ণ
সাপাহারে লিগ্যাল এইড’র উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজুলহক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বিনা খরচে আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সাপাহার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ এবং উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডলের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিগ্যাল এইড বিষয়ক গুরত্ব পূর্ণ বক্তব্য রাখেন নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ. কে. এম. মোজাম্মেল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ (অতিরিক্ত) এ. বি. এম গোলাম রসুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ আইভিন আক্তার, এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, পিপি এ্যাডভোকেট আব্দুল খালেক, জিপি মোস্তাফিজুর রহমান প্রমূখ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.