প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ১০:৩১ পূর্বাহ্ণ
সাপাহারে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত ওই মেলার উদ্বোধনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকির সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা খাতুন, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা পরিষদের সদস্য ফাহিমা বেগম,উদ্ভিদ বিষয়ক উপসহকারী কর্মকর্তা আতাউর রহমান সেলিম, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.