শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সাপাহারে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বখাটের জেল

সাপাহারে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বখাটের জেল

হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে  কলেজ চলাকালীন সময় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে হাবিব(১৯) নামে এক বখাটের ১৫ দিনের বিনাশ্রম জেল দেওয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে সাপাহার সরকারি কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী কলেজ ক্যাম্পাসে পথ রোধ করে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা চালায় বখাটে হাবিব। যার ফলে কলেজ কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অবগত করেন। যার ফলে মোবাইল কোর্ট পরিচালনা করে এদণ্ডাদেশ দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
দণ্ডপ্রাপ্ত হাবিব পত্নীতলা উপজেলার বামইল গ্রামের আবুল কালামের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সময় একাদশ শ্রেণির ওই ছাত্রী কলেজ ক্যাম্পাসের ভিতর দিয়ে ক্লাশ রুমের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ওই ছাত্রীকে অকথ্য ভাষা প্রয়োগ করে শ্লীলতাহানির চেষ্টার সময় তাকে হাতেনাতে আটক করে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র-ছাত্রীরা, পরে  মোবাইল কোর্টে মামলার আয়ু এস আই রবিউল আলম ও সঙ্গীয় ফোর্সের উপস্থিতিতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন  বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
১৩৮ বার ভিউ হয়েছে
0Shares