শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সাংবাদিক ইমরানের পিতা’র দাফন সম্পন্ন

সাংবাদিক ইমরানের পিতা’র দাফন সম্পন্ন

দাগনভূঞা প্রতিনিধি:মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল আলম ইমরানের পিতা মনছুর আলম (৭০) গত শনিবার (২১ মে) ভোরে ঢাকার একটি হসপিটালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন।

একইদিন বাদ আসর মরহুমের নিজ বাড়ি জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের হাসানগনিপুর গ্রামের করিম মিয়া বাড়ির দরজায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে নাতি নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে যান। সাংবাদিক ইমরানের পিতার মৃত্যুতে দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এম.এ তাহের পন্ডিত ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares