
সাংবাদিকদের সাথে বাঁশখালী উপজেলা এসি ল্যান্ডের সৌজন্য সাক্ষাৎ।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান বাঁশখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে উপজেলা ভূমি অফিসকে দূর্নীতিমুক্ত করন ও গ্রাহক সেবা সহজলভ্য করনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
১৯ জুলাই’২২ ইং মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলা ভূমি অফিস ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সাংবাদিক উজ্বল বিশ্বাষ, সাধারন সম্পাদক সি-প্লাস কর্সপন্ডেন্ট জসিম উদ্দিন, যুগ্ন সম্পাদক দৈনিক বিজয় ও এই আমার দেশ প্রতিনিধি এনামুল হক রাশেদী, দফতর সম্পাদক দৈনিক আলোকিত সকাল ও বাংলা টিভি কর্সপন্ডেন্ট মোহাঃ এরশাদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাঃ শফিউল্লাহ, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জুবায়ের হোসেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল জব্বার, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাফহিমুল ইসলাম প্রমুখঃ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান বলেন, ভূমি অফিসকে ঘিরে এক শ্রেনীর দালালদের দৌরাত্বে সেবামুলক এ প্রতিষ্ঠানটির সুনাম মারাত্বক ভাবে প্রশ্নবিদ্ধ হয়ে আসছে দিনের পর দিন। সেবা গ্রহিতাদেরকে তিনি দালালদের আশ্রয় গ্রহন না করে সরাসরি নিজের কাজ নিয়ে নিজেদের যোগাযোগ করার আহ্বান জানান। দালালদের খপ্পরে পড়ে সেবা গ্রহিতারা নিজেরাই হয়রানী ও ভোগান্তির শিকার হয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে জানিয়ে ভূমি অফিসের সাথে সংশ্লিষ্ঠ কেউ দুর্নীতি ও অনিয়ম করে থাকলে তার যথোপযুক্ত প্রমান সহ সরাসরি তার সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়ে বলেন, ” কোন সেবা গ্রহিতা তাদের সমস্যার সমাধান নিয়ে ভোগান্তির শিকার হলে সরাসরি আমার অফিসে এসে আমার সাথে দেখা করবেন।” দালালদের মুখোশ উম্মোচন করে তাদের দৌরাত্ব কমাতে এসি ল্যান্ড বাঁশখালীতে কর্মরত সকল সাংবাদিক ও গনমাধ্যম কর্মিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
৩ বার ভিউ হয়েছে