
সাঁথিয়া পৌরসভার বাজেট ঘোষনা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া পৌরসভার ২০২২-২০২৩ ইং অর্থ বছরের ১শ’ ৭ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৮১৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে ও কার্যসহকারী আবু ঈসা শফিউল আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামাান শাহিন। বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষক আব্দুল বারিক। এ সময় সাংবাদিক,পৌর কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন। বাজেটে ১শ’ ৭ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৮১৪ টাকা আয় ও ১শ’৬ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৫৬৮ টাকা ব্যয় এবং ১শ’৪০ লাখ ৩৭ হাজার ২৪৬ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। পৌর মেয়র সাঁথিয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন।