
সাঁথিয়া দল জারীগানে রাজশাহী বিভাগে প্রথম

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ;: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ জারীগানে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পাবনার সাঁথিয়া দল “খ” গ্রæপ রাজশাহী বিভাগে ১ম স্থান অধিকার করেছে। সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের এই টিমে দলনেতা অর্পিতা বিশ^াসের নেতৃত্বে আরও ছিলেন মেহজাবিন, যুথি,হাবিবা, জোবায়দা ও নিপা। টিমের পরিচালক সাঁথিয়া শিল্পকলা একাডেমির প্রশিক্ষক বেলায়েত হোসেন জানান জাতীয় পর্যায়ে তার টিম ১ম স্থান অধিকার করবে বলে তিনি আশাবাদি।
১ বার ভিউ হয়েছে