সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার স্বরগ্রামে পুর্ব শত্রæতার জের ধরে ভাতিজাকে কুপিয়ে হত্যা ও চাচাকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার (২৯ মে) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে। নিহত রুহুল আমীন (২৫) স্বরগ্রামের আকমল হোসেনের ছেলে আর আবু সাইদ একই গ্রামের আঃ জলিলের ছেলে। তারা সম্পর্কে চাচা- ভাতিজা।
স্থানীয় সুত্রে জানা যায় সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রাম গ্রামের আঃ জলিলের ছেলে ওয়ার্ড আ.লীগের সম্পাদক আবু সাইদ ও তার ভাতিজা রুহুল আমীন বাড়ীর পাশে সড়কে বসেছিলেন।
রাত সাড়ে ১১ টার দিকে দুর্বৃত্তরা আতর্কিত আ.লীগ নেতা আবু সাইদের উপর হামলা করে। ভাতিজা রুহুল আমীন ঠেকাতে গেলে তাকে ও চাচা আবু সাইদকে (৪০) উপযুর্পরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে দুর্বৃত্তরা।
তাদের চিৎকারে স্থানীয়রা চাচা ও ভাতিজাকে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। এসময় চিকিৎসক রুহুলকে মৃত ঘোষণা করেন। আবু সাইদকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হত্যার সাথে জড়িত সন্দেহে সরগ্রামের নওশাদের ছেলে মোরাদ (২০) কে আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেয়া হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তসহ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.