
সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে তাঁত পুড়ে ব্যাপক ক্ষতি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া পৌরসভার পিপুলিয়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ২২টি পাওয়ারলুম তাঁত এবং তাঁতের কাঁচামাল পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, শক্রবার বিকেল ৪ টার দিকে পৌরসভাধীন পিপুলিয়া গ্রামের মৃত সোহরাব প্রামানিকের ছেলে সুলতান প্রামানিকের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহান শিখা অন্যান্য তাঁতে ছরিয়ে পরে এতে তাঁত কারখানার প্রায় ২২ টি তাঁত এবং তাঁতের মালামালসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। গ্রামবাসী এবং সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
তাঁত মালিক সুলতান জানান, আমি ব্যাংক থেকে ৩০ লক্ষ টাকা সিসি লোন নিয়ে তাঁতগুলো কিনেছিলাম। আমাকে প্রতি বছর প্রায় ৩ লক্ষ টাকা সুদ দিতে হয়। এখন আমি কিভাবে এ লোনের টাকা পরিসোধ করবো।
সাঁথিয়া ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান দাসুদেব সরকার জানান. বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।