সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি : “আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ লিখিত বক্তেব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন রাংলাদেশের একটি মানুষও আশ্রয়হীন গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন পূরণের লক্ষে সারা বাংলাদেশের ন্যয় সাঁথিয়া উপজেলাতে ৩য় পর্যায়ে ১৩০টি ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। সাঁথিয়া পৌরসভা ১৪টি, ক্ষেতুপাড়া ইউনিয়নে ২০ টি, আর আতাইকুল ৭ টি, ধুলাউড়ি ২৬ টি, করমজা ২১ টি, গৌরীগ্রম ২৯ টি, ভ’লবাড়িয়া ৮টি, কাশিনাথপুর ইউনিয়নে ৫টি আশ্রয়ন প্রকল্পের জমি ও গৃহ প্রদান করা হবে। গৃহহীনরা যেন নতুনকরে ঘর পেয়ে ঈদ আনন্দে কাটাতে পারে এটাই মমতাময়ী প্রধানমন্ত্রীর কামনা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.