সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রæপের সংঘর্ষে উভয় পক্ষের ৮জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন দৌলতপুর গ্রামে। আহতরা হচ্ছে, মামুন(২৮)পিতা-আব্দুল মান্নান,সোহেল রানা(৩৫),শাকিল হোসেন(১৮) উভয় পিতা-অধুল ফকির,খায়রুল ইসলাম(১৮)পিতা-আলমাস, সাইফুল ইসলাম জনি (৩৬)আলমগীর হোসেন(৫০)উভয় পিতা খলিলুর রহমান, নাজমুল হোসেন(১৪)পিতা-মজিদ মিয়া,সিফাত মল্লিক(২২)পিতা-মতিন মল্লিক। সাঁথিয়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আর এম ও) ডা. আব্দল্লাহ আল মামুন জানান,অবস্থা গুরুতর হওয়ায় মামুন,সোহেল রানা ও শাকিলকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খায়রুল ইসলামকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, দৌলতপুর গ্রামে সাইফুল ইসলাম জনির দোকানের সামনে সোহেল রানার সাথে শরিফ নামে এক যুবকের বাদানুবাদ কালে সোহেল রানা শরিফকে মারপিট শুরু করলে শরিফ দৌড়ে সাইফুলের দোকানে আশ্রয় নেয়। শরিফকে দোকানে আশ্রয় দেয়ায় সোহেল রানা সাইফুলের সাথে তর্কে জড়িয়ে পড়ে যা পরে সংঘর্ষে রুপ নেয়।
এ রিপোর্র্ট লেথা পর্যন্ত (বিকেল ৪টা) সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.