সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় কুকুরের কামড়ের ৬মাস পর মোস্তফা (২৮) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের চক নন্দনপুর গ্রামের রহম আলীর ছেলে। সে পশোয় একজন দিনমজুর।
পারিবারিক সূত্রে জানা যায়, মোস্তফাকে ৬মাস আগে কুকুর কামড় দেয়। পরে সে চিকিৎসকের পরামর্শ না নিয়ে স্থানীয় কবিরাজের চিকিৎসা নেয়। গেল ঈদ উল আযহার মধ্যে গরুর মাংশ খাওয়ার পর থেকে ধীরে ধীরে সে অসুস্থ্য হয়ে পড়ে এবং মানষিক রোগি হয়ে যায়। এক পর্যায়ে সে কাউকে দেখলে কুকুরের মত আচরণ শুরু করে। এ অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যা রাতে (১৬ জুলাই) জলাতঙ্ক রোগের লক্ষণ নিয়ে নিজ বাড়িতে সে মারা যায়।তার স্ত্রী ও ৩টি শিশু কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,কাউকে কুকুর কামড় দিলে সাথে সাথে ভ্যাকসিন নিতে হয়। কবিরাজি চিকিৎসা নেয়া একটা বোকামী ছাড়া কিছু নয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.