সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি : “শান্তি,শৃঙ্খলা,উন্নয়ন,নিরাপত্তায় সর্বত্রই আমরা” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার পাবনার সাঁথিয়ায় উপজেলা আনসার সমাবেশ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন,আনাসার ও ভিডিপি পাবনার সহকারী জেলা কমান্ড্যান্ট শাহআলম,সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি)আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম,আনসার ও ভিডিপি পাবনার সার্কেল অ্যাডজুডেন্ট আশিফ ইকবাল ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সাঁথিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ বসির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার। এ সময় উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। তাদের কাজের বিশেষ দক্ষতার জন্য কয়েকজন আনসার দলনেতা,আনসার কমান্ডার ও সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডারদের মাঝে বাইসাইকেল বিতরণ এবং দলনেত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.