মঙ্গলবার- ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ English Version

সাঁথিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাঁথিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ ‘ক্রীড়া ঐক্য প্রগতি’এই শ্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় শনিবার(১২এপ্রিল)সাঁথিয়া খেলোয়ার কল্যান সমিতির আয়োজনে সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘সাঁথিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে’-২০২৫এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া খেলোয়ার কল্যান সমিতির সভাপতি মোত্তালিব হোসেন বিশ^াস এর সভাপতিত্বে এবং সাঁথিয়া খেলোয়ার কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সাদিয়া সুলতানা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে,সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ,পৌর জামায়াতের আমীর হাফেজ মাওঃ আব্দুল গফুর,সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন,বিএনপি নেতা-আশরাফ আলী,এ্যাডভোকেট মনোয়ার জাহিদ,আফছার আলী,শাহীনুর রহমান স্বাধীন,আব্দুল করিম,মোতালেব হোসেন,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,সাবেক সাধারণ সম্পাদক এম এ হাই প্রমুখ।খেলাটির ধারা বর্ণনা করেন সহকারী অধ্যাপক কামাল পাশা।খেলার প্রথম দিনে পিপুলিয়া ক্রিকেট একাদশ এবং পোরাট সেভেন স্টার ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। ২০ ওভারের খেলায় পিপুলিয়া ক্রিকেট একাদশ পাঁচ উইকেটে জয়লাভ করে। উল্লেখ্য,আগামি ২০ এপ্রিল প্রথম ও দ্বিতীয় রাউন্ড এবং ২২ ও ২৩ এপ্রিল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS