
সাঁথিয়ায় হরিজন সম্প্রদায়ের এক নারীর ইসলাম ধর্ম গ্রহণ

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় হরিজন সম্প্রদায়ের আদুরী(২৯)নামের এক নারী ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।বর্তমান তার নাম মোছাঃ সুমাইয়া আক্তার আদুরী।সে উপজেলা পরিষদ চত্ত¡রের বাসিন্দা জনৈক ঝাড়–দারের মেয়ে। গতকাল বৃহস্পতিবার(১০এপ্রিল)বিকেলে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে নিজ উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে অঙ্গিকার পত্র জমা দেন।
জানা গেছে,আদুরী বেশ কিছু দিন পূর্ব থেকেই ইসলাম ধর্মে আগ্রহী হয়ে নিয়মিত নামাজ,রোজা ও ধর্মীয় বইপত্র পড়াশোনা করতেন এবং নিজে পর্দা করে চলতেন।আদুরী সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত রয়েছেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় নিজ উদ্যোগে আদালত মারফত নোটারী পাবলিকের নথিপত্র দাখিল করেন।
এ সময় আদুরীর বাবাসহ তার পরিবার ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। পরবর্তীতে আদুরী এবং তার বাবা আলাদা আলাদা অঙ্গিকার পত্রের মাধ্যমে উভয়ের সাথে উভয় সম্পর্ক ছিন্ন এবং আইনী কোন জটিলতা হলে কেউ কোন প্রকার দায়ী থাকিবে না বলে অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন।
আদুরী জানান,আমার ইসলাম ধর্মের সবকিছু ভালো লেগেছে তাই এই ধর্ম গ্রহন করেছি এবং এই ধর্মের আদর্শ নিয়ে জীবনযাপন করতে চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক মেয়েটির বাবা জানান,আমার মেয়েকে অনেক বুঝিয়েছি আমাদের সম্প্রদায়ে থাকার জন্য কিন্ত সে রাজি হয়নি।তার ইসলাম ধর্ম পছন্দ।তাই মেয়ে যেটা ভালো মনে করেছে তাতে আমাদের কোন আপত্তি নেই।মেয়ে ভালো থাকলেই আমরা খুশি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন,জাতীয় পরিচয়পত্র(এনআইডি)অনুযায়ী মেয়েটির বয়স ২৯ বছর। বাস্তবে আরো বেশি হবে।বাংলাদেশের আইন অনুযায়ী সে তার নিজের সিদ্ধান্ত নিতে পারে। মেয়ে ইচ্ছাকৃতভাবেই আদালতে গিয়ে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।#