
সাঁথিয়ায় ঈদের ছুটিতে মা ও শিশু কল্যান কেন্দ্রে জরুরি সেবা চলমান থাকায় স্বাস্থ্য সেবা পেয়েছে মানুষ

জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পাবনার সাঁথিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক মা ও শিশু কল্যান কেন্দ্রগুলোর জরুরি সেবাদান কার্যক্রম চলমান থাকায় স্বাস্থ্য সেবা পেয়েছে অসহায় মানুষ।
জানা গেছে,সাঁথিয়া উপজেলায় ৩টি মা ও শিশু কল্যান কেন্দ্র,৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিকল্পনা কেন্দ্র,৩৯টি কমিউনিটি ক্লিনিক ও ৬০টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা চালু ছিল ঈদের ছুটিতেও। উপজেলার কাশিনাথপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র থেকে ১০জন সাধারণ রোগি,৫জন শিশু,৫জন গর্ভকালীন সেবা,২জন প্রসব সেবা ও ২জন প্রসবোত্তর সেবা এবং ১০জন কিশোর কিশোরী সেবা পেয়েছেন।
উপজেলার নাগডেমড়া ইউনিয়নের বড় পাথাইলহাট গ্রামের প্রসূতি রিতা খাতুন (২০)জানান, ঈদের দু’দিন আগে নাগডেমরা মা ও শিশু কল্যান কেন্দ্রে আমার সন্তান প্রসব হয়। বর্তমানে আমি ও আমার সন্তান সুস্থ আছি। হাড়িয়া গ্রামের বাসিন্দা ফাতেমা খাতুন (৩০) জানান, ‘এই কেন্দ্র থেকে সেবা নিয়ে আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে।’
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল জানান,‘সকল ক্লিনিক কেন্দ্রের মাধ্যমে মা-শিশু ও কিশোরÑকিশোরীদের স্বাস্থ্য সেবা ত্বরান্বিত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’