পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ দিনাজপুরে সাঁওতালদের নিজ ধর্ম সারিসরনায় ফিরে এসেছে। বাংলাদেশ সারি সরনা গাঁওতার কেন্দ্রীয় আহবায়ক চুন্নু টুডু ও পার্বতীপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান বিমল মুর্মুর নেতৃত্বে দিনাজপুরের বিরামপুরের দীর্ঘলচাঁদ গ্রামের ১৫টি পরিবারের সদস্যরা খৃস্টান ধর্ম ছেড়ে সাঁওতালদের নিজ ধর্ম সারিসরনায় ফিরে আসেন। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে গ্রামের মোড়ল বাহার মার্ডির খুলিয়ানে ধর্মীয় আচার অনুষ্ঠানিকতার মাধ্যমে তারা নিজ ধর্মে ফিরে আসেন। এ সময় বাংলাদেশ সারি সরনা গাঁওতার কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক নরেশ হেমরন, দিনাজপুর কমিটির সহসভাপতি রমেশ হাসদা, পুঙ্গিগ্রামের মাঞ্জহি সুবাস মুর্মু সহ গ্রামের অন্যান্য মাঞ্জহি গন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত পরিবারের সদস্যরা গত ২০০৬ সালে প্রলোভনে পড়ে তাঁদের ধর্ম ছেড়ে খৃষ্টান ধর্মে চলে যায়। কিন্তু পরে তারা তাদের ভূল বুঝতে পেরে পুনরায় আদি ধর্মে ফিরে আসেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.