ইসাহাক আলী, নাটোর, ০১ মে- বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার দেশে ডিজিটাল আইনের মাধ্যমে সাংবাদিকদের কন্ঠ রোধ করা হয়েছে। দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই, সাংবাদিকতার স্বাধীনতা নেই। আজ সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারে না গণমাধ্যমে তুলে ধরতে পারেন না। দেশে ডিজিটাল আইন করে সংবাদপত্রের কন্ঠরোধ করা হয়েছে। তাই ঈদের পরে দেশে গণতান্ত্রিক আন্দোলন শুরু হবে। দেশের মানুষের ভোটের অধিকার , সাংবাদিকদের লেখার অধিকার বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু করা হবে। অবৈধ সরকারকে উৎখাতের আন্দোলনে সকলের সহযোগিতার আহবান জানান তিনি।
তিনি আজ রবিবার জেলা বিএনপির অস্থায়ী কার্যায়লে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক , দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু ও জেলা কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে বিএনপিসহ ্ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সিংক- রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক , বিএনপি কেন্দ্রীয় কমিটি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.