
সময়মত করোনার টিকা প্রদান করায় দেশে করোনা নিয়ন্ত্রণে আছে – জলঢাকায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ডাঃ হাচান মাহমুদ এমপি বলেছেন, যেখানে সারা বিশ্ব করোনা মহামারিতে এখনো ধুকছে – সেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সময়মত করোনার টিকা প্রদান করায় দেশে করোনা নিয়ন্ত্রণে আছে।
আজ শনিবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কথাগুলো বলেন তিনি। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে জলঢাকা সরকারী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। এসময় আরো বক্তব্য রাখেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সাফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক সহ আওয়ামী লীগের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। মন্ত্রী হাচান মাহমুদ আরো বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে গোটা পৃথিবী জুড়ে দ্রব্যমূল্যের দাম অসহনীয় পর্যায়ে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এসময় তিনি জামাত বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরবর্তী ৩ বছরের জন্য নবগঠিত উপজেলা কমিটির সভাপতি সম্পাদকের নাম জেলা আ’লীগের নেতৃবৃন্দের মাধ্যমে জানাবেন বলে জানান তিনি। উপজেলা আ’লীগের আয়োজনে এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৬ বার ভিউ হয়েছে