শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সংবাদকর্মি আব্দুল বারি’র হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন

সংবাদকর্মি আব্দুল বারি’র হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন

ইসাহাক আলী, নাটোর, ১০ জুন- ডিবিসি নিউজের নিউজ প্রডিউসর আব্দুল বারি’র হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে সংবাদকর্মিরা।

সকালে শহরের প্রেসক্লাব এলাকায় নাটোরের কর্মরত সংবাদকর্মিদের ব্যানারে কমর্সূচী থেকে বারিসহ সারা দেশে নিহত সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করা হয়।  ডিবিসি নিউজের নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন , সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ অলোক মৈত্র, সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি রনেন রায়, সাংবাদিক ফারাজী আহমেদ বাবন, বাপ্পী লহিড়ী, ইসাহাক আলী, নাজমুল হাসানসহ অন্যরা।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares