শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

শ্রদ্ধা ও ভালবাসায় পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত হলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

শ্রদ্ধা ও ভালবাসায় পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত হলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

গাইবান্ধা প্রতিনিধি, মুক্তিযুদ্ধের সংগঠক, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সাত বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক আইন ও বিচার প্রতিমন্ত্রী, ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া চির নিদ্রায় শায়িত হলেন পারিবারিক কবরস্থানে। আজ সন্ধ্যায় গটিয়া গ্রামে তৃতীয় জানাযা শেষে দাফন করা হয়। এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদ মাঠ ও গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় জানাযা সম্পন্ন হয়েছে।

প্রায়ত ফজলে রাব্বীকে শেষ বারের মতো একনজর দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের হাজার-হাজার মানুষ অংশ নেয়। এর আগে বীর এই মুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয়ভাবে জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম গার্ড অব অর্নার প্রদান করেন।

উল্লেখ্য, গত শনিবার রাত ২টার বাংলাদেশ সময় আমেরিকার নিউইয়র্ক মাউন্ট সিনাই হাসপাতালে নয় মাস ক্যান্সারের সাথে সংগ্রাম করে ৭৬ বছর বয়সে মৃত্যু বরণ করে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS