শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত নারীর মৃত্যু

শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-  ঝিনাইদহের শৈলকুপায় রাস্তা পার হতে যেয়ে মোটরসাইকেলের ধাক্কায় রাহেলা বেগম (৬৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। এলাকাবাসী  ও পারিবারিক  সুত্রে জানা গেছে,  রোববার  সকাল ১০ টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চরধলহরা গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী রাহেলা বেগম তার অসুস্থ মাকে দেখার জন্য বাবার বাড়ি একই উপজেলার বাদাপাড়া গ্রামে যাচ্ছিলেন। এমন সময় বরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে থেকে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে একটি মোটর সাইকেল এসে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে পড়ে যায়।

এলাকাবাসীরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত ব্যক্তির অবস্থা অশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরাও সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রোগীর স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে  রাতে ধামরাই নামক স্থানে পৌঁছালে আহত রাহেলা বেগম মারা যায়।এব্যাপারে প্রতিবেশী ফারুক বিশ্বাস জানান, আগের থেকেই তিনি অসুস্থ ছিলো পরে মোটরসাইকেলের ধাক্কা লেগে বেশি অসুস্থ হয়ে যায় তবে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS