
শেষ মুহুর্তে গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা \ মার্কেট ও বিপনি বিতান গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা ও গোবিন্দগঞ্জে শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদ মার্কেট। ঈদের দিন ঘনিয়ে আসায় শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। পছন্দের জামা কাপড় কিনতে মার্কেট ও বিপনিবিতান গুলোতে তাই ক্রেতাদের উপচে পড়া ভিড়। এবারের দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে ইন্ডিয়ান ও পাকিস্তানি পোশাক । কেউ নিজের আবার কেউ পরিবার পরিজনের জন্য পছন্দের নতুন জামাকাপড় কিনছেন। অনেকেই আবার সপরিবারে মার্কেটে এসেছেন ঈদ কেনাকাটায়। জামাকাপড় পাশাপাশি নতুন জুতা ও কসমেটিক কিনতে দোকান গুলোতে ভিড় করছেন ক্রেতারা।
ব্যবসায়িরা বলছেন, ক্রেতাদের পছেন্দর কথা বিবেচনা করে দেশি-বিদেশী নানা ধরনের আধুনিক ও রুচিশীল পোশাকে সাজানো হয়েছে দোকান। তবে এবারের ঈদের দেশিয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের কাছে ইন্ডিয়ান ও পাকিস্তানি পোশাকের বেশ চাহিদা রয়েছে। ঈদে ভালো বেচাবিক্রির কাথা জানিয়েছেন তারা।
রাজমতি সুপার মার্কেট, আহসান প্লাজা, নুরজাহান শপিং কমপ্লেক্স জাহানারা মার্কেট, পৌর সুপার মার্কেট, তালুকদার সুপার মাকেট সহ অন্যান্য মার্কেট ঘুরে ক্রেতা-বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, গরমে আরামদায়ক পোশাকের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা। মাঝারি দামের পোশাকের চাহিদা বেশি। এ ছাড়াও দেশীও পণ্যের পাশাপাশি ভারত এবং পাকিস্থানী জামা-কাপড় ওড়না শ্যালোয়ারের ব্যাপক চাহিদা রয়েছে।
শহরের রাজমতি সুপার মার্কেটের বিকাশ গার্মেন্টের স্বতাধিকারী বিকাশ কুমার বলেন, এবার ক্রেতাদের দেশীয় পণ্যের পাশাপাশি পাকিস্তানি এবং ভারতীয় লেহেঙ্গা জর্জেট, থ্রি-পিচ চাহিদা রয়েছে। ছেলেদের টি-শার্ট, জিন্স প্যান্ট, হালকা গরমের পাঞ্জাবিসহ ভালো মানের কালেশনও আছে। বিক্রিও ভালোই হচ্ছে। আধুনিক শপিং সেন্টার আহসান প্লাজার তৈরী কাপড়ের শো-রুমে বিডি ক্যালিফ এর পরিচালক বলেন মাত্র কিছুদিন হলো ব্যবসা শুরু করেছি। ক্রেতাদের ভাল সারা পাচ্ছি। তিনি বলেন ঈদ মার্কেট উপলক্ষে তার শো-রুমে বিভিন্ন পণ্যের ওপর ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট ছাড়াও বিভিন্ন অফার চলমান রয়েছে।
শহরের রাজমতি সুপার মাকেট ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, বলেন ক্রেতারা যাতে নির্বিঘেœ ঈদের শপিং করতে পারে তার জন্য মাকের্ট ও বিপনিবিতান গুলোতে নিরাপত্তায় সর্বক্ষণিক টহল ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে য়োগাযোগ রাখা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন,’আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশী টহল বাড়ানো হয়েছে। এছাড়া ক্রেতা সাধারণ যাতে নিরাপদে এবং নিবিঘেœ কেনাকাটা করতে পারে সে জন্য মার্কেট গুলিতে আ্ইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করছে।