
শিশুর জন্ম গ্রহনে শুভেচ্ছা বার্তা ও মৃত্যুত শোক বার্তা পাঠাবে ইউনিয়ন পরিষদ

শার্শা (যশোর) সংবাদাতাঃ শিশুর জন্ম গ্রহনে শুভেচ্ছা বার্তা ও মৃত্যুত শোক বার্তা পাঠাবে ইউনিয়ন পরিষদ। সোমবার দুপুরে শার্শা ১০ নং ইউনিয়ন পরিষদের আগামী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষনা কালে এ কথা বলেন। ইউনিয়ন পরিষদ সচিব এম এ আর মাহাবুবুর রহমান ৪ কোটি ২১ লক্ষ ৯৭ হাজার ৪ শত টাকার গণ মুখি বাজেট ঘোষনা করেন। বাজেট অনুষ্ঠানে শার্শা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সঠিক ও সময় মত কর পরিশোধ করায় সর্বোচ্ছ কর দাতা হিসেবে বিশেষ পুরষ্কৃত করেন। তারা হলেন ফজলুর রহমান, দক্ষিন বুরুজ বাগান গ্রামের আব্দুর রহমান, উত্তর বুরুজ বাগান গ্রামের কামরুন্নাহার, কাজিরবেড় গ্রামের আব্দুল হাই, সাহাদন আলী, শ্যামলাগাছি গ্রামের সিফাদত হোসেন, জাহ্ঙ্গীর হোসেন, যাদবপুর গ্রামের আমিনুর রহমান ও শিবচন্দ্রপুর গ্রামের মহিদ আলী। শার্শা উইপি চেয়ারম্যান কবির উদ্দিন আহম্মেদ তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন শার্শা ইউনিয়নের বিট পুলিশিং কমিটির দায়িত্ব প্রাপ্ত কর্মিকর্তা এস আই সুমন, দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি আব্দুল মান্নান, সহ প্রমুখ। প্রস্তাবিত খসড়া বাজেট সম্পর্কে ইউপি চেয়ারম্যন বলেন সরকারি আইনে ৩০ মে বাজেট ঘোষনার শেষ দিন। আগামি ২০২২-২০২৩ অর্থ বছরে আয় ব্যায় ও উন্নয়ন খাতে সরকার কতৃক প্রদত্ব টি আর,কাবিখা,কাবিটা, অতি দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচি, এডিপি, ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল, সামাজিক নিরাপত্তা বেষ্টনিতে সরকারি অনুদান প্রাপ্ত সাপেক্ষে বাস্তবায়ন করা হবে। এছাড়া ইউনিয়ন পরিষদের নাগরিক দের ধার্য ইউনিয়ন কর রেট ও ফিস যথা সময়ে পরিশোধ সাপেক্ষে নিজেস্ব অর্থে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যন ইউপি সদস্য তুহিনুর রহমান, ইউপি সদস্যা মোছাঃ রেহেনা খাতুন, ইউপি সদস্য আবুল হোসেন, মোছাঃ রাবিয়া খাতুন, শাহিন,আতিয়ার রহমান সহ সকল ইউপি সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন।