
শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার হলরুমে রবিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারুফ হাসান সুনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক রানা শেখ, আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম, মাসুদুল হাসান মাসুদ, ফারুক হাসান কাহার, সাথী তালুকদার, দিলারা জাহান কলি।
সভায় বক্তারা বলেন, ছেলে-মেয়েদের বিপথগামী হওয়ার হাত থেকে বাঁচাতে তাদের খেলার মাঠে আনতে হবে। লেখাপড়া ও খেলাধুলায় শাহজাদপুর উপজেলাকে আমরা মডেল হিসেবে দেখতে চাই। বর্তমান সময়ে আমাদের ছেলে-মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। তাই তাদের খেলার মাঠে আনতে হবে যেন তারা একটি সুষ্ঠু জীবন যাপন করতে পারে।
সভা শেষে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি (পদাধিকার বলে) শাহ মো: শামসুজ্জোহার পদোন্নতি ও বদলী জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।