শার্শা(যশোর) প্রতিনিধিঃ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপি’র একটি টহল দল কর্তৃক ১.১০৮ কেজি (১০০ ভরি) ১০টি সোনার বার এবং ০১টি মোটর সাইকেলসহ ০১ জন আসামী আটক। আজ ০২ আগস্ট ২০২২ তারিখ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ কায়বা বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তে পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলারের নিকট হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শার্শা থানাধীন টেংড়া গ্রামস্থ বালুন্ডা হতে জামতলাগামী পাকা রাস্তার মোড় নামক স্থানে তল্লাশি করে অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ মোঃ হাসানুজ্জামান (২২), পিতা-মোঃ মাহবুবুর রহমান, গ্রাম-পুটখালী, যশোরকে আটক করা হয়। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর কোমরে নীল রং এর অভিনব কায়দায় তৈরিকৃত ব্যাগের মধ্যে বাঁধা অবস্থায় ছিল। উক্ত স্বর্ণের বারগুলো কায়বা গ্রামস্থ জামতলা বাজারের জনৈক এক ব্যক্তির নিকট হতে সংগ্রহ করেছে কিন্তু তার নাম ঠিকানা জানেনা, বিনিময়ে ২০০০/- টাকা পাবে বলে জানায়। ধৃত আসামী স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল যার আনুমানিক সিজার মূল্য-৮৪,৫০,০০০/- টাকা। আটককৃত স্বর্ণ পাচারকারী, স্বর্ণের বার এবং মোটর সাইকেল শার্শা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.