
শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভূমী) কর্মকর্তা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

শার্শা(যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভূমী) কর্মকর্তা রাসনা শারমিন মিথির বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শার্শা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দীন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলে উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীগণ করতালির মাধ্যমে তাকে বরণ করে নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি নারাণ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আলহাজ¦ শেখ আফিল উদ্দীন বলেন “যেতে নাহি দিতে হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়” রাসনা শারমিন মিথি ছিলেন শার্শার মানুষের আস্তার প্রতিক। একজন চৌকশ কর্মকর্তা হিসেবে তার দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে শার্শায় ০১ বছর ০৮ মাস সরকারী নির্দ্দেশনা বাস্তবায়নে নিরলস কাজ করেছেন। এ জন্য শার্শাবাসী হিসেবে আমরা গর্ভবোধ করি। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাসনা শারমিন মিথিকে সংসদ সদস্য ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।
এ ছাড়া রাসনা শারমিন মিথিকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করেন। এ সময় শার্শা থানার অফিসার্স ইনচার্জসহ কয়েকজন কর্মকর্তা বিদায়ী অতিি কে বিশেষ উপহার প্রদান করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুর হক মঞ্জু, ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার, নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, শার্শা ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা আহসান কবিরসহ প্রতিটি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম।