শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

শার্শায় নবাগত নির্বাহী অফিসার হিসেবে নারায়ন চন্দ্রপাল যোগদান করেছেন

শার্শা(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা গত বৃহস্পতিবার নবাগত নির্বাহী অফিসার হিসেবে জনাব নারায়ন চন্দ্রপাল যোগদান করেছেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা মেহেরপুর জেলা পরিষদের সচিব হিসেবে বদলী জনিত কারণে স্থলাভিশিক্ত হয়েছেন নারাণ চন্দ্রপাল। তিনি যশোর কালেক্টরিতে সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড(রেভিনিউ ডেপুটি কালেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। এ কর্মকর্তা শার্শায় যোগদান করায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সকল সরকারি কর্মকর্তাগণ স্বাগত জানিয়েছেন। একই সাথে শার্শা উপজেলা জানালিষ্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি এম আজিবর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ স্থানীয় সাংবাদিকগণ অভিনন্দন জানিয়েছেন।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS