ইয়ানূর রহমান : যশোরের শার্শায় একটি ইট ভাটার পাশ থেকে জামাল হোসেন(৩০)নামে এক মাদক কারবারির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি এ্যাপাসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রোববার রাত ১০ টার দিকে উপজেলার গোগা এলাকার ইট ভাটার পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়। শার্শা থানা পুলিশ সোমবার (৩১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ।
নিহত জামাল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা-সেতাই সড়কের ইছাপুর গ্রামের ইট ভাটার পাশে একটি এ্যাপাসি ফোরভি কালো রংয়ের মোটরসাইকেল ও একটি মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পাশে ২ জোড়া স্যান্ডেল ও
৪/৫ টি মেহগনি গাছের চলা পড়ে ছিলো। নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
একাধিক সুত্র জানায়, নিহত জামাল দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল এবং কলারোয়া সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন পয়েন্টে পৌঁছে দিত। ঘটনার দিন নিহত জামাল ও তার সহযোগী জাহিদ মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিলো। তবে জামাল নিহত হলেও জাহিদের কোন খোঁজ পাওয়া যায়নি।
শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহতের সাথে থাকা জাহিদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত ঘটনা জানা যাবে। মরদেহটি উদ্ধার রে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.