প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২২, ৮:৪৪ পূর্বাহ্ণ
শহীদ নজিব উদ্দিন খান কলেজ এমপিওভুক্ত হওয়ায় গভর্ণিং বডির ধন্যবাদ ও অভিনন্দন

এম.আব্দুল মান্নান: শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজটি এমপিওভুক্ত হওয়ায় এর প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোঃ কায়সার খান এবং প্রতিষ্ঠাতা সদস্য ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো প্রফেসর ড. এম. আফজাল হোসেন কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন কলেজটির গভর্নিং বডির সদস্যরা।
শুক্রবার বেলা ১১ টায় সভাপতির ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকলের উপস্থিতে মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোঃ কায়সার খান ও প্রফেসর ড. এম.আফজাল হোসেন কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় এসএম তারেক খান, শরীফ উদ্দিন খান মোমেন এবং মোঃ মাহফুজুর রহমান খান প্রত্যেকে কলেজটির দাতা সদস্য হিসেবে মনোনীত করা হয়।
ধন্যবাদ জ্ঞাপন পত্রে উল্লেখ করা হয়, মহান মুক্তিযুদ্ধে ভৈরব -আশুগঞ্জ রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন নজিব উদ্দিন খান খুররম। তার স্মৃতি স্মরণে সহোদর বীর মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোঃ কায়সার খান এর নেতৃত্বে এলাকাবাসীর সতস্ফুর্ত অংশগ্রহনে ২০১২ সালে নরসিংদী বেলাব উপজেলার হোসেন নগরে স্থাপিত হয় শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ। শিক্ষার অধিকতর মানোন্নয়ন এবং একটি আদর্শ কলেজ হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন হতে কলেজটি কার্যক্রম চালিয়ে আসছে। মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোঃ কায়সার খান এর সুদক্ষ নেতৃত্ব ও পরিচালনায় ধারাবাহিকভাবে বেলাব উপজেলায় ১ম শ্রেনীর কলেজ হিসেবে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।এনায়েত উদ্দিন মোঃ কায়সার খানের নিরলস কর্ম-প্রচেষ্টায় এ বছর কলেজটি এমপিওভুক্ত হওয়ায় কলেজ পরিবারের সকলের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
উল্লেখ্য,পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ নিপীড়ন থেকে এদেশের মানুষকে বাঁচাতে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয় আবু নাঈম মোঃ নজিব উদ্দিন খান খুররম ও তার ছোট এনায়েত উদ্দিন মোঃ কায়সার খান। ১৯৭১ সালের ১৫ এপ্রিল ভৈরব ব্রিজের নিকট আশুগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তুমুল সংঘর্ষ বাধলে এতে নজিব উদ্দিন খানসহ বেশ কয়েকজন শহীদ হন। ভাগ্যক্রমে বেচে ফিরেন তার ছোট ভাই এনায়েত উদ্দিন মোঃ কায়সার খান। পরবর্তীতে তিনি ভাইয়ের স্মৃতির স্মরণে ২০১২ সালে নিজ অর্থায়নে গড়ে তোলেন শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.