
লোগাং গণহত্যায় নিহতদের স্মরণে খাগড়াছড়িতে সমাবেশ ও প্রদীপ প্রজ্জলন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি । পানছড়ির লোগাং গণহত্যায় নিহতদের স্মরণে সমাবেশ, মিছিল ও প্রদীপ প্রজ্জলন করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কোয়ার এলাকায় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন উদ্যোগে এ কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি নিতী কুমার চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি অমল বিকাশ ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এ্যান্টি চাকমা।
তার আগে স্বনির্ভরবাজার থেকে বিক্ষোভ মিছিল করে চেঙ্গি স্কোয়ারে এসে সমাবেশ করে। সমাবেশ শেষে আবার মিছিল করে স্বনির্ভরবাজার গিয়ে প্রদীপ প্রজ্জলন করা হয়।