শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

লালমনিরহাটে বৃষ্টির পানিতে ডুবিয়া যেতে বসছে শহর/ গ্রাম

লালমনিরহাটে বৃষ্টির পানিতে ডুবিয়া যেতে বসছে শহর/ গ্রাম

লালমনিরহাট প্রতিনিধি।লালমনিরহাটের জেলা পরিষদ রোডের বটতলা হয় মোগলহাট রোডের  দুইটি ব্রীজের পানি যাাতায়াতের মুখ বন্ধ করায় বৃষ্টির পানিতে আশেপাশের কয়েকশত বাড়ি এবারে বৃষ্টির পানিতে ডুবে যেতে বসছে। এতে মহাবিপাকে পড়েছে কয়েকত পরিবার। প্রতিনিয়ত বৃষ্টি হওয়ায় পরিবারগুলো মহাবিপাকে পরেছে। লালমনিরহাট জেলার ব্যাপক এলাকা নিমজ্জিত হয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়ে সাধারণ মানুষ। এতে তীব্র ভোগান্তি ও দুর্ভোগে পড়েন সাধারণ পথচারী ও পরিবারগুলো।

প্রতিদিন হালকা, মাঝারি ও দীর্ঘ মেয়াদি বৃষ্টি হয়। এ বৃষ্টিতে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকাজুড়ে তৈরি হয় জলাবদ্ধতা।দুর্ভোগের শিকার পরিবার ও পথচারীরা জানান, বিভিন্ন নালার পানি চলাচল উপযোগী হয়নি এখনও। ফলে সামান্য বৃষ্টিতে পানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে ব্যাপক এলাকা। ভরাবর্ষার মৌসুমে এ ভোগান্তি তীব্র আকার ধারণ করার আশংকা করছেন সাধারণ মানুষ। দুটি পুলের পানি যাতায়াতের পথ খুলে দেয়া না হলে এলাকাবাসি ও পথ চারিরা করতে হিমশিমে পড়বে এই ভরা বৃষ্টির মৌসমে। তাই এলাকাবাসি শহর কর্তৃপক্ষের হস্তক্ষেপ করেছেন। পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার মোকলেছুর রহমানকে অবগত করলে তিনি এলাকাবাসি নিয়ে ঘুরে দেখেছেন। কি ব্যবস্থা নিবেন তা এখনো জানাযায়নি।

৩২ বার ভিউ হয়েছে
0Shares