
লালমনিরহাটে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

বদিয়ার রহমান লালমনিরহাট। লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে তিনজুন আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপারবাজারে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলাপ্রশাসক মোঃ আবু জাফর। মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু। সমাবেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে মহিলাদের অবহিত করা হয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে মহিলাদের উদ্বুদ্ধ করা হয়। বক্তাগণ আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে মহিলাদের করণীয় সম্পর্কেও অবহিত করেন। মহিলা সমাবেশে দুই শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।
৮ বার ভিউ হয়েছে