লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণ চওড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণের কাজ নিম্নমানের উপকরণ ব্যবহার এবং কাজের অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্ধকারে ছাদের ঢালাই, ঠিকমতো পানি না দেয়ার ফলে সে ঢালাই খরখরে অবস্থা, পরিমাণের কম সিমেন্ট ব্যবহার, উন্নতমানের খোয়ার পরিবর্তে রাবিশ, মাটি-বালির উপরে বেইজ ঢালাই, বেশ কিছু স্থানে পরিমাণের চেয়ে কম রড ব্যবহার, নিম্নমানের ইট দিয়ে কাজ, কাজের বেশ কিছু অংশে গর্ত, ছেফটি ট্যাংকি এবং প্ল্যানের চেয়ে কম দৈর্ঘ্য প্রস্থের কাজ করছে নির্মাণাধীন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান।
কাজের মান নিয়ে জানতে চাইলে লালমনিরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের আলমগীর বাদশাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সুশীল ফোন ধরে কেটে দেয় পরে আর ফোন ধরেননি। এলাকাবাসীর দাবি- এখানে মাটির উপরে বেইজ ঢালাই দিয়েছে, ভবনের ছাদে রড বাঁধার কথা ৪ থেকে ৫টি পরপর কিন্তু তারা রড বেধেছে ২০ থেকে ২৭টি পর পর। ঢালাই দিচ্ছে রাবিশ খোয়া দিয়ে, নিয়ম অনুযায়ী স্কুল খোলা কালীন সময়ে ঢালাই দিবে কিন্তু তারা প্রথম থেকে ঢালাই দিয়ে আসছে রাতে।
তারা আরও বলেন, বিদ্যালয়ের কোমলমতি শিশুদের শিক্ষার স্থান এখানে যেকোন দুর্ঘটনা ঘটলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবো আমরা। সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন সঠিক বিচার চান তার।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.