শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

লালপুরে সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত, আহত- ২

লালপুরে সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত, আহত- ২

ইসাহাক আলী, নাটোর, ১৯ মে- নাটোরের লালপুরে মোটর সাইকেল, বাই সাইকেল ও ইজি বাইকের ত্রি-মুখী সংঘর্ষে রাজন (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২জন। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

এর আগে গত রাতে নাটোরের লালপুর-ঈশ্বরদী সড়কের তিলকপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রাজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে চিকিৎসাধীন রাজন মারা যায়। তাকে আজ সকালে রামেক হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে বাড়িতে পাঠানো হয়েছে। নিহত রাজন উপজেলার কাজীপাড়া গ্রামের শফিকুলের ছেলে।

আহতরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS