
লালপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী আব্দুলপুর সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) বেলা ১১ টার দিকে আব্দুলপুর সরকারী কলেজ প্রাঙ্গণে অত্র কলেজের আয়োজনে আব্দুলপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান আলী প্রামানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর -বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম (বকুল)।
এসময় সাংসদ স্পেশালভাবে ৫০ লক্ষ টাকা মূল্যের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মাঠ সংস্কার বাবদ নগদ এক লক্ষ টাকা ঘোষণা করেন। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর -বাগাতিপাড়া আসনের সাবেক সংসদ সদস্য (ম-২৪) শেফালী মমতাজ। এসময় বক্তব্য রাখেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের সন্তান আলহাজ্ব শামীম আহমেদ সাগর, আব্দুলপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আড়বাব ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম,উপজেলা যুবলীগের সহ সভাপতি আলতাফ হোসেন, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
৩ বার ভিউ হয়েছে