
লালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লালপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দল নিয়ে এ খেলায় অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী প্রমুখ।
১ বার ভিউ হয়েছে