
র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে অবৈধ নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) ও নেশা জাতীয় ইনজেকশনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রেসবিজ্ঞপ্তি : র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল ২০২২ খ্রিঃ সন্ধ্যায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৭ নং উথরাইল ইউনিয়নের বালেয়ামারী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) এবং ১৪৫ পিস নেশা জাতীয় ইনজেকশন (ইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব) সহ আসামী মোঃ সার্জন বাবু (৩২), সাং- বড়গ্রাম সালাপুকুর, থানা-কোতয়ালী, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামী কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা করেছে।