শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু

রূপসা প্রতিনিধিঃ রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে আশিক নামে এক অনার্স পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। সে জাবুসা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা পূর্ব পাড়া এলাকার জাহিদুল ইসলাম ও তার ছেলে আশিক বাড়ির সামনে পুকুরে বিদ্যুতের সেচ মেশিন এর মাধ্যমে মাছ ধরতে ছিলেন। এসময় আশিক অসাবধানতাবশত বিদ্যুতিক তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এ অকাল মৃত্যুতে পরিবার ও এলাকা বাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

২৭ বার ভিউ হয়েছে
0Shares